Tuesday, 18 October 2016

দেওয়ালি

"She wore flowers in her hair and carried magic secrets in her eyes. She spoke to no one. She spent hours on the river bank. She smoked cigarettes & had midnight swims..." 


হেমন্তের রাত্রি নামবে আর একটু পর নির্জনতর হবে শরীরের সকল দরজা-কপাট। মাথার উপর হিম পড়বে নিভে যাবে পাড়ার সমস্ত টুনি লাইটত্রিফলাবাড়ির ছাদের দোমড়ানো মোচড়ানো বন্ধ্যা প্রদীপ আর আমরা জেগে থাকবো | সারারাত বাংলাস্নাত মদিরতার মধ্যে আমরা দুই সাইকেডেলিক মাতাল চুপি চুপি পাহারা দেবো অন্ধরহস্যবাদকে এদিকে বোতলের পর বোতল উড়বে, তেঘড়িয়া পুড়বে উন্মাদনার হ্যালে রাস্তার জেব্রা ক্রসিংগুলো আমাদের দাঁত বের করে খিস্তি মারবেভয় পাবে দু'দুটো অকালকুষ্মান্ডকে |  কিন্তু তত্ক্ষণাৎ আমরাও লালবাতির নীচে, গরুর মাংস ঝলসে, সবেগে ছুঁড়ে দেবো লাঠিধারী খাকি শুয়োরছানাকেযে দেওয়ালীর মরসুমে আটক করছে বস্তাবস্তা চকোলেটবোমবুড়িমার প্যাকেট | আর তাই আজ আমরা প্রথমে তাকে বস্তাবন্দী করবোআর তারপর ছেড়ে দিয়ে আসবো কোনো অচেনা রাস্তা কিংবা রেললাইনের ধারে |আমাদের কেউ দেখতে পাবে না, জানতে পারবে না আজকের এই বিপজ্জনক কর্মদৌরাত্ম্যের কথা এরপর পুড়বো সারারাত পুড়বো আমরা নাস্তিক আধ্যাত্ম্যবাদেধাবমান কবিতা ধারায় | আমাদের আশিরনখ জর্জরিত হবে কোমরের সব দড়ি খুলে যাবে ভোরের আলোয় তারপর জারিত দুই মাথা নিয়ে আমরা দুজন কোনো রকমে টলতে টলতে বেরিয়ে আসবো রুম থেকে কিন্তুফোটন বিভায় আশ্চর্যজনক ভাবে আমরা কখনো আর পরস্পরকে চিনতে পারবো নাযেরকম অন্ধকার অন্ধকারকে চিনতে পারে নাশব্দ উচ্চারণ করতে পারে না নৈ:শব্দকে;  ঠিক সেই রকম ।

No comments:

Post a Comment